রাঙামাটির হোটেল নাদিসা ইন্টারন্যাশনালে আজ শনিবার আমান ফিডের আয়োজনে এবং মেসার্স খাজা গরীবে নেওয়াজ পোল্ট্রি ফিস সেন্টারের পরিচালনায় “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রাঙামাটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দেড় শতাধিক খামারি ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খামার ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পরে অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।