আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে গাজীপুরে খামারি কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের মাওনা শ্রীপুরের চকপাড়া মেডিক্যাল মোড়ে ২০ জুলাই ২০২৫ আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এবং মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড ফার্মের সৌজন্যে একটি খামারি কর্মশালা অনুষ্ঠিত হয়। “আস্থায় তৃপ্তি, আস্থায় বৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজনটি স্থানীয় খামারিদের মাঝে সাড়া ফেলে।

কর্মশালায় উপস্থিত ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. মাহবুবুল আলম, টেকনিক্যাল হেড (পোল্ট্রি) ডা. শফিক, টেকনিক্যাল হেড (ক্যাটেল) ডা. সায়েম, ডেপুটি জেনারেল ম্যানেজার রাইসুজ্জামান সুমন এবং জাহাঙ্গীর আলম জুয়েল, ম্যানেজার মো. আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড ফার্মের সত্ত্বাধিকারী মো. হুমায়ূন কবিরসহ আস্থা ফিডের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।

কর্মশালায় অংশগ্রহণকারী খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা, গুণগতমানসম্পন্ন ফিড ব্যবহারের গুরুত্ব এবং রোগপ্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বক্তারা বলেন, আস্থা ফিড সব সময় খামারিদের পাশে থেকে টেকসই খামার ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে বলে আয়োজকরা জানান।