সোহাগ রহমান: এ্যানিমেল হেল্থ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর নবনির্বাচিত ১১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক আজ ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আবু সুফিয়ান বলেন, “দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আহকাব দীর্ঘদিন ধরে এ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে এ অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আমি আশাবাদী।” আহকাবের পুনঃনির্বাচিত সভাপতি ও নোভিভো হেলথ কেয়ার লিঃ এর চেয়ারম্যান সায়েম উল হক বলেন, “সংগঠনের সদস্যদের কল্যাণ ও দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আহকাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করা হবে।” নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দ হলেন:
এক্সিকিউটিভ সদস্যদের মধ্যে রয়েছেন: অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট খাতের বিভিন্ন সংগঠনের নেতা, গণমাধ্যম কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। |
আহকাব-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
