আহকাব-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

সোহাগ রহমান: এ্যানিমেল হেল্থ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর নবনির্বাচিত ১১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক আজ ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আবু সুফিয়ান বলেন, “দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আহকাব দীর্ঘদিন ধরে এ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে এ অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আমি আশাবাদী।”

আহকাবের পুনঃনির্বাচিত সভাপতি ও নোভিভো হেলথ কেয়ার লিঃ এর চেয়ারম্যান সায়েম উল হক বলেন, “সংগঠনের সদস্যদের কল্যাণ ও দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আহকাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও দৃঢ় করা হবে।”

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দ হলেন:

  • সেক্রেটারি জেনারেল: মোঃ আনোয়ার হোসেন (সেঞ্চুরী এগ্রো লিঃ)
  • ট্রেজারার: মো. মোজাম্মেল হক খান (এমএইচকে এগ্রো লিঃ)
  • ভাইস প্রেসিডেন্ট: ডাঃ এসএমএফবি আবদুস সবুর (এফটিডিসি ট্রেড এন্ড কনসালটেশন)
  • জয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ সরোয়ার জাহান (সেইফ বায়ো প্রোডাক্টস লিঃ)
  • অর্গানাইজিং সেক্রেটারি: মোহাম্মদ রাশেদুল জাকির (আরআর এগ্রো ট্রেডার্স)

এক্সিকিউটিভ সদস্যদের মধ্যে রয়েছেন:
তারেক মাহমুদ খান (বেঙ্গল এগ্রোভেট), মো. মোসলেহ উদ্দিন (প্ল্যানেট ফার্মা), মোহাম্মদ খোরশেদ আলম (ওরিয়েন্টাল ফার্মা), মো. মাহাবুব হাসান (এভোন পোল্ট্রি), মো. তসলিম খান (রেডিয়ান্স এনিমেল হেলথ), খন্দকার রকিবুল ইসলাম (হোভারস এগ্রোভেট), খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন (এরেনা এগ্রো), মোহাম্মদ ফয়জুর রহমান (এভান্স এশিয়া) এবং মোহাম্মদ তারেক সরকার (গ্রোটেক এনিমেল হেলথ)।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট খাতের বিভিন্ন সংগঠনের নেতা, গণমাধ্যম কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।