আহকাব-এর নয়া সভাপতি সায়েম উল হক, মহাসচিব আনোয়ার হোসেন

এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর আগামী দুই বছরের (২০২৫-২০২৭) জন্য ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার পহেলা জুন ২০২৫ আহকাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ আর এম তাইবুর রাহমান, সদস্য যথাক্রমে আব্দুল গোফরান ও ডাঃ মোঃ তারেক হোসেন স্বাক্ষরিত এক বার্তায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নোভিভো এনিমেল হেলথ লিমিটেড-এর চেয়ারম্যান সায়েম উল হক এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সেঞ্চুরি এগ্রো লিমিটেড-এর পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • সহ-সভাপতি: ডা. এসএমএফবি আবদুস সবুর (এফটিডিসি ট্রেড অ্যান্ড কনসালটেশন)
  • যুগ্ম সচিব: ডা. মোহাম্মদ সরোয়ার জাহান (সেইফ বায়ো প্রোডাক্টস লিমিটেড)
  • কোষাধ্যক্ষ: ডা. মো. মোজাম্মেল হক খান (এম এইচ কে এগ্রো)
  • সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ রাশেদুল জাকির (আর আর এগ্রো ট্রেডার্স)

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

  • তারেক মাহমুদ খান (বেঙ্গল এগ্রোভেট লিমিটেড)
  • মোঃ মোসলেহ উদ্দিন (প্ল্যানেট ফার্মা লিমিটেড)
  • মোঃ খোরশেদ আলম (ওরিয়েন্টাল ফার্মা এগ্রো ভেট লিমিটেড)
  • মোঃ মাহবুব হাসান (এভন পোল্ট্রি)
  • মোঃ তসলিম খান (রেডিএন্স এনিমেল হেলথ)
  • খন্দকার রকিবুল ইসলাম (হোভারস এগ্রোভেট লিমিটেড)
  • ডাঃ খন্দকার মোহাম্মদ মাহমুদ হাসান (এরেনা এগ্রো)
  • মোহাম্মদ ফায়জুর রহমান (অ্যাভেন্স এশিয়া লিমিটেড)
  • মোহাম্মদ তারিক সরকার (গ্রোটেক এনিমেল হেলথ)

নির্বাচনের সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, প্রার্থীদের পারস্পরিক সম্মান ও সহযোগিতার মানসিকতা এবং সর্বসম্মতভাবে গঠিত নতুন কমিটি আহকাব-এর ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে। প্রাণিজ পুষ্টি ও স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বাণিজ্যিক সংগঠনটি নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে শিল্পের টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাত সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সবার অংশগ্রহণে গঠিত এই নেতৃত্ব দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের।