ইদুল আজহায় মির আয়ুব আলী বিদ্যানিকেতনে গরীবদের মাঝে কোরবানির গোশত বিতরণ

হোসনেয়ারা ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের যৌথ উদ্যোগে গত ৮ জুন ২০২৫ ইদুল আজহার দ্বিতীয় দিনে রাজশাহীর ডিংগাডোবাস্থ মির আয়ুব আলী বিদ্যানিকেতনে একটি কোরবানি পশু জবাই করা হয়। এ উদ্যোগে সমাজের উদার হৃদয় ব্যক্তিদের অনুদানে প্রাপ্ত গোশত ১০০+ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সভাপতি (CP) মো. হাসিবুল হাসান নান্নু; বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, স্থানীয় সমাজসেবী শিমুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মির আয়ুব আলী বিদ্যানিকেতনের পরিচালক মো. শফিকুল ইসলাম মিলন।

প্রধান অতিথি মো. হাসিবুল হাসান নান্নু বলেন, “ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার আলোকে গরীবদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। হোসনেয়ারা ফাউন্ডেশন ও রোটারি ক্লাবের এই যৌথ উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করবে।”

বিশেষ অতিথি রোটারিয়ান মো. মিজানুর রহমান বলেন “কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগের মাধ্যমে মানবতার সেবা। আজ আমরা যে গোশত বিতরণ করছি, তা যেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।”

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন “এই উদ্যোগ শুধু গোশত বিতরণ নয়, এটি মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি মাধ্যম।”

বিশেষ অতিথি স্থানীয় সমাজসেবী শিমুল বলেন “ডিংগাডোবা এলাকার দরিদ্র পরিবারগুলোর জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মির আয়ুব আলী বিদ্যানিকেতনের পরিচালক মো. শফিকুল ইসলাম মিলন। তিনি তার সমাপনী বক্তব্যে বলেন “শিক্ষা ও মানবসেবার সমন্বয়ে এই প্রতিষ্ঠান সর্বদা সমাজের পাশে থাকবে। সকল সহযোগী সংগঠন ও দানশীল ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ।”