বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) সম্মেলন কক্ষে আজ ২৫ জুন ২০২৫ অনুষ্ঠিত হলো “ইন্টার্ন প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক” এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, যার লক্ষ্য ছিল ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নিশিপ কার্যক্রমকে আরও কার্যকর ও দক্ষতার সাথে পরিচালনার জন্য প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রাহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো. মনজুর কাদির। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নিশিপ কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন ওয়ান হেলথ ইনস্টিটিউট, সিভাসু-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আহসানুল হক। ভেটেরিনারি ইথিকস বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস। সার্বিক সমন্বয়ে ছিলেন বিভিএ আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিসির ইন্টার্নিশিপ নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন পারভেজ। এই প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ভেটেরিনারি চিকিৎসক তৈরি করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা। |
ইন্টার্ন প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
