জুলাই ২০২৫ সময়ে মোঃ ফাহাদ আল ইমরান চৌধুরী আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর বগুড়া রিজিওনে ডেপুটি ম্যানেজার পদে যোগদান করেছেন। তিনি এ খাতে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী। এর আগে তিনি নিউহোপ, আর আর পি ফিড এবং আমান ফিড-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ফিড নিউজ বিডি এর সম্পাদক মোঃ আল-আমিন এর কাছে তার স্বীয় অনুভূতি প্রকাশকালে বলেছেন, “মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং আমি আকিজ ফিড-এর ম্যানেজমেন্ট কে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া সেক্টর সংশ্লিষ্ট সকলের দোয়া এবং সহযোগিতা চাই যেন আমি আমার এই পথ চলাকে আরো সহজ করতে পারি।“ মোঃ ফাহাদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একজন কৃতি সন্তান। শিক্ষাজীবনে তিনি এসএসসি সম্পন্ন করেছেন গোবিন্দগঞ্জ হাই স্কুল থেকে, এইচএসসি করেছেন গোবিন্দগঞ্জ কলেজ থেকে। এরপর তিনি বিবিএ করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এবং এমবিএ সম্পন্ন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। ব্যক্তিগত জীবনে তিনি এক গর্বিত পরিবারের সন্তান। তার বাবা ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা এবং মা একজন গৃহিণী। আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর সঙ্গে তার এই নতুন যাত্রা প্রাণিসম্পদ ও ফিড ইন্ডাস্ট্রিতে আরও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। |
