ঈশ্বরগঞ্জে কৃত্রিম প্রজনন ও প্রজনন নীতিমালা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঈশ্বরগঞ্জে ৩০ জুলাই ২০২৫ তারিখে “কৃত্রিম প্রজননে রেজিস্ট্রার সংরক্ষণ, রিপিট ব্রিডিং, প্রজনন সমস্যা ও প্রজনন নীতিমালা” বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নাজিমুল ইসলাম, থেরিওজেনোলজিস্ট, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ। সভাপতিত্ব করেন ডা. মোঃ মাহাবুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কাশেম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত); মোঃ শামীমুল হক, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন); এবং ডা. মোঃ মফিজুল ইসলাম, প্রতিনিধি, এসি আই গোদরেজ ফিড লিঃ। মতবিনিময় সভায় সরকারি ও বেসরকারি কৃত্রিম প্রজনন (AI) টেকনিশিয়ানবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় প্রজনন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, রেজিস্ট্রার সংরক্ষণের গুরুত্ব এবং মাঠ পর্যায়ে টেকনিশিয়ানদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাস্তব সমস্যাগুলোর সমাধান বিষয়ে মতামত প্রদান করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যবহুল লিফলেট ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগকে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হয়।