এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের রাজশাহী CBF শাখার জমকালো উদ্বোধন

দেশের খামারভিত্তিক উদ্যোক্তাদের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড রাজশাহীতে তাদের নতুন CBF (কনট্রাক্ট ব্রয়লার ফার্মিং) শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেছে।

রাজশাহী অঞ্চলের প্রাণকেন্দ্রে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (CBF) ডা. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শাখার ইন-চার্জ ও সহকারী ব্যবস্থাপক ডা. আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের অসংখ্য চুক্তিভিত্তিক ব্রয়লার খামারি উপস্থিত ছিলেন। তাঁদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে।

এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড জানিয়েছে, এই নতুন শাখার মাধ্যমে উত্তরবঙ্গের কৃষি খাত, বিশেষত পোলট্রি খামারিদের জন্য টেকসই ও উদ্ভাবনী সমাধান আরও সহজলভ্য হবে। প্রতিষ্ঠানটি খামারিদের পাশে থেকে আধুনিক প্রযুক্তি, পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে খামার ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীতে একটি নতুন দিগন্তের সূচনা হলো – যেখানে খামারিরা পাবে আরও ঘনিষ্ঠ সহায়তা ও উন্নয়নের নতুন সম্ভাবনা।