গত ১৮ মার্চ ২০২৫ এগ্রো প্রফেশনালস অব বাংলাদেশের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর উত্তরা সেক্টর-১০ এ অবস্থিত সী শেল হোটেল এন্ড পার্টি প্লেসে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ আমির হোসেন সানী, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবীর এবং সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মুসা তালুকদার চমক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বেসরকারি কৃষি খাতে সংশ্লিষ্ট পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় করে কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।

এগ্রো প্রফেশনালস অব বাংলাদেশ দেশের সকল বেসরকারি কৃষি সংশ্লিষ্ট পেশাজীবী ও উদ্যোক্তাদের একত্রিত করে সংগঠনের কার্যক্রমকে সারাদেশে বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। খুব শীঘ্রই বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এ ধরনের উদ্যোগ কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।