এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড এর “মডেল খামার গড়ি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চৌহালীতে এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড এর আয়োজনে এবং মেসার্স জাকির ট্রেডার্স এর সৌজন্যে ৩০ জুন ২০২৫, সোমবার, “মডেল খামার গড়ি” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি স্থানীয় খামারিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে, যেখানে উন্নত খামার ব্যবস্থাপনা, গুণগতমানসম্পন্ন ফিড এবং পোল্ট্রি খাতে প্রযুক্তির ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড এর জেনারেল ম্যানেজার ফেরদৌস ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুল আলম। এছাড়াও স্থানীয় কর্মকর্তা, ডিলার ও বহু সংখ্যক খামারি সেমিনারে অংশগ্রহণ করেন।

ডিজিএম সাইফুল আলম তার বক্তব্যে বলেন, “আজ এখানে উপস্থিত খামারিদের দেখে অত্যন্ত ভালো লাগছে। যদি আপনাদেরকে আমি ভালো ফিড দিতে চাই, তাহলে লোকাল কোনো পণ্য দিয়ে তা সম্ভব নয়। তাই আমরা ফিড তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে আমদানি করে থাকি। গুণগত মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে আমরা এসব উপকরণ অত্যন্ত সুরক্ষিতভাবে আমাদের ওয়্যারহাউসে সংরক্ষণ করি।”

সেমিনারে অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এনাম ফিডের গুণগত মান ও মাঠ পর্যায়ের সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সেমিনার শেষে উপস্থিত খামারিদের মাঝে এনাম ফিডের পক্ষ থেকে কিছু প্রমোশনাল উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ ধরনের আয়োজন স্থানীয় খামারিদের উৎসাহিত করছে এবং দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।