এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড-এর মাসিক বিক্রয় সভা ২০২৫ অনুষ্ঠিত

‘করবো খামার, গড়বো দেশ – এনাম ফিডে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড-এর মাসিক বিক্রয় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরে অবস্থিত সি শেল রেস্টুরেন্ট & পার্টি প্যালেস এ আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিক্রয় বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ওয়াকিল আহমেদ অপু, জেনারেল ম্যানেজার ফেরদৌস ইসলাম, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) সাইফুল আলম, ডিজিএম (অপারেশন) মোহাম্মদ আলী আরশাদ, এবং সিনিয়র এজিএম ডা. শাহ জামাল হোসেন।

সভায় অংশগ্রহণকারী অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন খুলনা রিজিয়নের ম্যানেজার ডা. বিপ্লব হোসেন, রাজশাহী জোনের ম্যানেজার ডা. আব্দুল্লাহ আল মানসুর, গাজীপুরের এজিএম শাহেদ হোসাইন, বরিশাল জোনের এজিএম শফিকুর রহমান, চট্টগ্রাম জোনের ম্যানেজার এনায়েত হোসেন এবং টাঙ্গাইল জোনের সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম।

সভায় ফিডের গুণগত মান অটুট রেখে উৎপাদন ও বিক্রয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি সাড়ে চার হাজার মেট্রিক টন ফিড উৎপাদন করলেও তা বৃদ্ধি করে দশ হাজার মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, ভবিষ্যতে নতুন হ্যাচারি স্থাপনের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড-এর এই মাসিক সভা সংশ্লিষ্টদের মাঝে নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।