নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার দেশের গবাদিপশুর প্রাপ্যতা চাহিদার তুলনায় যথেষ্ট বেশি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি।
রোববার (৫ মে) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঈদুল আজহা সামনে রেখে পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহনসংক্রান্ত প্রস্তুতি বিষয়ে এই ব্রিফিং আয়োজন করা হয়। উপদেষ্টা জানান, চলতি বছর ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্যান্য প্রজাতির পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারে চাহিদার চেয়ে প্রায় ২০ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থাকবে। তিনি বলেন, “এ বছর পশু আমদানির প্রয়োজন নেই। দেশে উৎপাদিত পশু দিয়েই চাহিদা পূরণ সম্ভব হবে। অবৈধ পথে কোনো গবাদিপশু যেন দেশে প্রবেশ না করে, তা কঠোরভাবে নজরদারি করা হবে।” পশু পরিবহনের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত রুটে এসব ট্রেন চলবে। পাশাপাশি রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন ১৯টি কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসা সেবা দিতে ২০টি মেডিকেল টিম এবং ২টি বিশেষজ্ঞ টিম কাজ করবে বলে জানান উপদেষ্টা। পশুর বাজার যেন অস্থিতিশীল না হয় সেজন্য সরকারের কঠোর নজরদারি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, “চাঁদাবাজির কারণে যেন পশুর দাম না বাড়ে, সেজন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|