আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার (২১ মে) সচিবালয়ে কোরবানি–সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, “চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ রয়েছে। এবার গত বছরের তুলনায় দাম বাড়বে বলেই আশা করছি।” তিনি আরও জানান, চামড়া সংরক্ষণের সুবিধার্থে সারাদেশের এতিমখানায় ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে। বৈঠকে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জে. (অব.) আব্দুল হাফিজ। তিনি জানান, “চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। এ সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।” এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, কোরবানির পশুর ওপর নিষ্ঠুরতা কমাতে এবং ক্ষতিকর স্টেরয়েড ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং বাণিজ্যসচিব মাহবুবুর রহমান প্রমুখ। চাঁদ দেখা সাপেক্ষে জুনের প্রথম সপ্তাহে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। ঈদের একদিন পর সরকারিভাবে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। |
কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, থাকবে সেনাবাহিনীও
