ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়া এলাকায় খামারিদের জন্য অনুষ্ঠিত হলো দিনব্যাপী “গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিকার ও টিকাদান কর্মসূচি-২০২৫”। রবিবার (২৭ জুলাই) আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রয়োজনীয় চিকিৎসা, রোগ প্রতিরোধ বিষয়ক পরামর্শ এবং টিকা প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) সার্বিক ব্যবস্থাপনায় এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান সহায়ক। একজন খামারির স্বপ্ন ও জীবিকা অনেকটাই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। তথ্য ও সেবার অভাবে অনেক সময় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। এ ধরনের উদ্যোগ সেই ব্যবধান দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি সচেতনতা, জ্ঞান ও আস্থার সেতুবন্ধন তৈরি করতে। খামারিদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে তারা এখন অনেক বেশি সচেতন ও আগ্রহী।” কর্মসূচি শেষে স্থানীয় খামারিরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন কার্যক্রম আরও নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান। |
খামারিদের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
