খুলনায় অনুষ্ঠিত হলো অ্যাকুয়া কোম্পানি লিডারদের গেট-টুগেদার

ঈদুল আজহার পরে খুলনা অঞ্চলের অ্যাকুয়া মেডিসিন–সম্পর্কিত কোম্পানিগুলোর লিডারদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হলো Fisheries Executive Association, Khulna (FEAK)-এর আয়োজনে। খুলনা গ্র্যান্ড দরবার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এক বৃষ্টিভেজা সন্ধ্যায় জমকালো এই আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের উপস্থিতিতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FEAK-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ যথাক্রমে মৎস্যবিদ পবিত্র কুমার সাহা এবং মৎস্যবিদ মো. ইকবাল হোসেন বিদ্যুৎ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মৎস্যবিদ অনুপ কুমার পাল। সাধারণ সম্পাদক মৎস্যবিদ মো. নাজমুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক মৎস্যবিদ শমিত পাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সফল ব্যবস্থাপনায় সহ-সভাপতি মৎস্যবিদ মো. মতিউর রহমান রনি, অর্থ সম্পাদক মৎস্যবিদ শাকিল আক্তার এবং তথ্য ও প্রচার সম্পাদক মৎস্যবিদ কল্যাণ রায় ছিলেন সম্পূর্ণ সময়জুড়ে সক্রিয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • Private Veterinarian’s Association, Khulna
    • সভাপতি: ডা. তানভির হাসান
    • সেক্রেটারি: ডা. মনিরুজ্জামান
  • Fisheries and Veterinary Employees Association
    • সভাপতি: মো. আখতারুজ্জামান
    • সেক্রেটারি: আবু রায়হান মিঠু

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যোগ দেন:

  • SQUARE: Sr. ZSM মো. আবুল কাশেম
  • ACME: Sr. RSM মো. ফজলুল বারেছ
  • SK+F: ASM মো. আখতার উদ্দিন
  • OPSONIN: ASM মো. হেলাল উদ্দিন
  • ACI: Manager ডা. মো. আল ইমরান খান
  • EVEREST: AM হাবিবুর রহমান
    এবং উক্ত কোম্পানিগুলোর সম্মানিত সহকর্মীবৃন্দ।

গেট-টুগেদারে অংশগ্রহণকারীরা FEAK-এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আশ্বাস দেন। এই মিলনমেলাকে সকলেই মৎস্য খাতের অগ্রগতির জন্য একটি সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে আখ্যা দেন।

ঈদ পুনর্মিলনীটি শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল খুলনা ও বাগেরহাট অঞ্চলের মৎস্যবিদ ও অ্যাকুয়া কোম্পানি প্রতিনিধিদের মধ্যে পেশাগত সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য উপলক্ষ। ভবিষ্যতে এ ধারা আরও প্রসারিত হবে—এই আশায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় আনন্দঘন পরিবেশে।