খুলনায় এনাম ফিডের আঞ্চলিক ডিপো ও অফিস উদ্বোধন

করবো খামার, গড়বো দেশ – এনাম ফিডে বাংলাদেশ’—এই অঙ্গীকারকে সামনে রেখে খুলনায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড-এর আঞ্চলিক ডিপো ও অফিস।

২৬ জুলাই ২০২৫ এক অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, খুলনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোক্তাদিদুর রাহমান, ম্যানেজার (পরিচালন ও সমন্বয়), স্বদেশ বিডি ইন্টারন্যাশনাল লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাম হ্যাচারি এন্ড ফিডস লিমিটেড-এর পরিচালক ওয়াকিল আহমেদ অপু। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ফেরদৌস ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সাইফুল আলম, এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডা. শাহ জামাল হোসেন

সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের ম্যানেজার ডা. বিপ্লব হোসেনসহ খুলনা অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ শরিফুল ইসলাম বলেন, “এনাম ফিডের মতো প্রতিষ্ঠানের এই ধরনের উদ্যোগ খুলনা অঞ্চলের খামারিদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। গুণগতমানসম্পন্ন ফিডের সহজ প্রাপ্যতা খামার খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, খুলনা আঞ্চলিক অফিস চালুর মাধ্যমে এ অঞ্চলে এনাম ফিড-এর সেবা আরও গতিশীল হবে এবং খামারিদের নিকট গুণগতমানের ফিড পৌঁছানো আরও সহজ হবে।