খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৭ জুলাই ২০২৫, সন্ধ্যায়। অনুষ্ঠানটি খুলনা শহরের হোটেল পুষ্পবিলাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র এগ্রোভেট ডিভিশনের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ। |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
