খুলনা প্রতিনিধি: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (KAU) ভেটেরিনারি অনুষদের ডিভিএম (DVM) ১ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সনদ বিতরণ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজমুল আহসান। সভাপতিত্ব করেন ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “Unlocking Veterinary Careers: Opportunities for KAU Graduates in Bangladesh” শীর্ষক একটি সেশনের আয়োজন, যেখানে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন ডাঃ মো. শাহজামাল হোসেন সবুজ, সিনিয়র এজিএম (টেকনিক্যাল সেলস অ্যান্ড অপারেশনস), এনাম হ্যাচারি অ্যান্ড ফিডস লিমিটেড। তিনি তার বক্তব্যে বাংলাদেশের ভেটেরিনারি পেশার বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। Enam Feed-এর পক্ষ থেকে বিভিন্ন ক্যারিয়ার সুযোগ তুলে ধরেন তিনি এবং নতুন গ্র্যাজুয়েটদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও ডিভিএম ১ম ব্যাচের নবীন ডাক্তারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ফ্যাকাল্টি অব ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং স্পনসর করে এনাম হ্যাচারি অ্যান্ড ফিডস লিমিটেড। উল্লেখযোগ্যভাবে, এই ধরণের আয়োজন দেশের ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। |
