খুলনা বিভাগে ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ-এর উদ্যোগে “ডক্টর কনফারেন্স” সফলভাবে সম্পন্ন

প্রাণীসম্পদ খাতের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ-এর উদ্যোগে ১৮ জুন থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত খুলনা বিভাগের আলমডাঙ্গা, চিতলমারী, ফকিরহাট ও কচুয়া অঞ্চলে দিনব্যাপী “ডক্টর কনফারেন্স” অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে উক্ত অঞ্চলের প্রাণীসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিক এগ্রোভেট-এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক, এডভাইজর, DSM ও RSM গন অংশগ্রহণ করেন।

কনফারেন্সে বাংলাদেশের প্রাণীসম্পদ উন্নয়ন, রোগ সনাক্তকরণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সেবার কার্যকর প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা প্রাণীসম্পদ খাতে টেকসই উন্নয়নের পথনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।

ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রাণীস্বাস্থ্য ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে এবং দেশের প্রাণীসম্পদ খাতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।