গাভী গরম হওয়ার (হিটে আসার) কত সময় পর পাল দেয়া হলে conception rate বা গর্ভধারণের হার সর্বোচ্চ হয়, এর উত্তরে বলা হয় – গাভী গরম হওয়ার পর ১২-১৮ ঘন্টা সময়ের মধ্যে। কেন এই সময়ের মধ্যে পাল দিতে হবে এবিষয়ে সংক্ষেপে উল্লেখ করা হলো।
গাভীর গরম (এস্ট্রাস) চক্রের সময় ১২-১৮ ঘণ্টা পাল দেওয়া উপযুক্ত কারণ এই সময়ে ডিম্বাণু নিষেকের জন্য সবচেয়ে উপযোগী অবস্থায় থাকে। এর পেছনের কারণগুলো হল:
AM-PM নিয়মের বৈজ্ঞানিক ভিত্তি: এই সময়সীমা AM-PM নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। গরমের লক্ষণ দেখা দেওয়ার পর এই সময়ে মধ্যে পাল দেওয়া হলে গর্ভধারণের হার ৬০-৭০% পর্যন্ত বাড়িয়ে দেয়। ১২-১৮ ঘণ্টার মধ্যে পাল দেওয়া উপযুক্ত কারণ এটি ডিম্বস্ফুরণের সময়ের সাথে মিলে যায় এবং শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করে। সঠিক সময় নির্ধারণের জন্য গাভীর গরমের লক্ষণ (যেমন, অস্থিরতা, শ্লেষ্মা নিঃসরণ) ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরী। – মোঃ মহির উদ্দীন, জেলা প্রাণিসম্পদ অফিসার জয়পুরহাট। |
গাভী ডাকে আসলে (গরম হলে) পাল দেয়ার উপযুক্ত সময় কখন?
