রাজশাহীর গোদাগাড়ীতে মহিষের গলাফোলা রোগের ভ্যাক্সিন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।১৬ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্পের নির্বাচিত ৫০ জন মহিষ খামারী এই সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোহা: মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব। প্রধান অতিথি বলেন, বিজ্ঞানভিত্তিক মহিষ পালনে মহিষের উৎপাদন বৃদ্ধি পায়। এজন্য ভ্যাক্সিনেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থাপনা। বছরের নির্ধারিত সময়ে নির্ধারিত ভ্যাক্সিন প্রদানে মহিষ রোগবালাই মুক্ত থাকে, এতে যেমন উৎপাদন বৃদ্ধি পায় তেমন আর্থিকভাবে লাভবান হওয়া যায়। বিশেষ অতিথি বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র হতে মহিষ খামারীদের কারগরি সেবা গ্রহনের জন্য আহ্বান জানান। প্রকল্প পরিচালক বলেন, বিএলআরআই মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে খামারীদের কারিগরি জ্ঞান প্রদান এবং বিজ্ঞানভিত্তিক মহিষ পালনের জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা বা প্রযুক্তিভিত্তিক পদ্ধতিসমূহ হাতে কলমে দক্ষ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছেন। মহিষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ফুট এন্ড মাউথ ডিজিজ, গলাফোলা এবং বাদলা রোগের ভ্যাক্সিন প্রদান করতে হবে। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন বিএলআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব কৃষিবিদ মানিক মিয়া। |
গোদাগাড়ীতে মহিষের গলাফোলা রোগের ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন
