জাতীয় বৃক্ষমেলা ২০২৫ শেষের পথে: সবুজ স্বপ্নের পথে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে শুরু হওয়া জাতীয় বৃক্ষমেলা ২০২৫ এখন শেষের পথে। আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী চলমান এই মেলার রয়েছে আর মাত্র তিন দিন। কিন্তু শেষ সময়েও সাধারণ মানুষের আগ্রহে মিলছে প্রাণের ছোঁয়া—গাছের প্রতি ভালোবাসা এবং সবুজের প্রতি দায়বদ্ধতার প্রকাশ ঘটছে প্রতিটি মুহূর্তে।

বন অধিদফতর আয়োজিত এবারের মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন নার্সারির ৯২টি স্টল, যেখানে ডাবল স্টল ছিল ১৮টি। সরকারি প্রতিষ্ঠানসহ গবেষণা ও উন্নয়নমূলক সংস্থার অংশগ্রহণেও মেলা পেয়েছে নতুন মাত্রা। ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধক গাছসহ ইনডোর প্লান্ট, বনসাই ও ক্যাকটাসের বিশাল সমাহার মেলায় আগতদের মুগ্ধ করেছে।

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে প্রতি বছরই এই আয়োজন একটি বড় ভূমিকা রাখছে। গত বছর যেখানে প্রায় ৩২ লাখ চারা বিক্রি হয়েছিল, এবছরও বিক্রির পরিমাণ ছাপিয়ে যেতে পারে সেই সংখ্যা—এমন আশা করছেন আয়োজকেরা।

মেলায় ঘুরতে আসা ক্রেতা মানসুরা আমিন জানান, “একসঙ্গে এত নার্সারি স্টল পাওয়া যায় না, তাই বছরে একবার হলেও এই মেলায় আসা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, ছাদ বাগানের জন্য গাছ কিনতে এসেছেন কেউ, কেউবা এসেছেন ঘর সাজানোর ক্যাকটাস নিতে। শিক্ষার্থী নাফিজ ইসলাম বলেন, “গাছ আমার কাছে জীবনের মতো। রুমে একটু সবুজ থাকলে মনটাও ফুরফুরে থাকে।”

এ বছর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস প্লাস্টিক বর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “জীবন বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে। আর প্লাস্টিক দূষণ রোধে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে জরুরি।”

আর মাত্র তিন দিন বাকি—তাই যারা এখনো মেলায় যাননি, তাদের জন্য এটি শেষ সুযোগ। শুধু একটি গাছ কেনার মধ্যে এই মেলার তাৎপর্য সীমাবদ্ধ নয়; এটি একটি পরিবেশ সচেতনতার যাত্রা, যেখানে প্রতিটি নাগরিকের অংশগ্রহণেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশ।