জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মৎস্য অধিদপ্তর কর্তৃক এলিয়া ফিডস লিমিটেড এবং হাসান ফিশ ফিড, রাজশাহী-কে সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এলিয়া ফিডস লিমিটেড-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জি এম)। মৎস্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত মাছের খাদ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে এলিয়া ফিডস লিমিটেড এবং হাসান ফিশ ফিড দীর্ঘদিন ধরে মাছ চাষিদের পাশে থেকে কাজ করছে।
এমন সম্মাননা ভবিষ্যতে দেশের মৎস্য শিল্পকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।