জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আয়োজনে জলবায়ু ভিত্তিক গবেষণা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনী সমাধানের গুরুত্ব তুলে ধরে জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট প্রথমবারের মতো আয়োজন করেছে গবেষণাভিত্তিক প্রতিযোগিতা ‘SZHM Trust Climate Champion’

০৬ জুলাই শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি বলেন, “জলবায়ু সংকট মোকাবেলায় গবেষক ও শিক্ষাবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

স্বাগত বক্তব্যে ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর প্রতিযোগিতার উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ, এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী তরুণ গবেষকরা জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় উদ্ভাবনী গবেষণা উপস্থাপন করেন। বিজয়ীদের মধ্যে ছিলেন:

  • কাজী আহনাফ তাহমিদরিফাত আল আজাদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • মো. শাহ পরানগোলাম নূর নবী মিরাজ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
  • মো. কামরুল ইসলাম (চুয়েট)
  • মো. ইশাওয়াত নিহাল (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
  • সাফিয়াল মুনতাসির সাদী (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
  • মোছা. নীরা আক্তার (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
  • মো. নাহিদুল ইসলাম (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ)
  • মো. ফুয়াদ হাসান সাগর (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি)

আইমন রানা জিহাদমোছাম্মত মিশকাত রহমান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় যুবসমাজকে গবেষণায় অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে ট্রাস্টের।