টাঙ্গাইলে কৃষিবিদদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গত ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইল সদরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন শর্মা হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় কৃষিবিদদের ঈদ পরবর্তী পুনর্মিলনী। টাঙ্গাইল সদরের কৃষিবিদদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

পবিত্র ঈদুল আযহা-পরবর্তী এই পুনর্মিলনীতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষিবিদরা উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং কৃষি পেশার উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, “কৃষি ও কৃষিবিদদের সম্মিলিত প্রচেষ্টাতেই দেশের উন্নয়ন সম্ভব। কৃষি একটি সম্ভাবনাময় খাত এবং এ খাতে তরুণদের আগ্রহ ও সম্পৃক্ততা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় কৃষিবিদ নেতৃবৃন্দ, যারা কৃষি খাতে বর্তমান চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আয়োজনে ঈদের আমেজ, সৌহার্দ্য এবং পেশাগত সংহতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা জাগায়।