আহকাব নির্বাচন ২০২৫-২০২৭: ডা. মো. কামরুজ্জামানের নেতৃত্বে ‘সমমনা প্যানেল’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৮ মে ২০২৫: এ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (এএইচক্যাব)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী ‘সমমনা প্যানেল’-এর পরিচিতি সভা রাজধানী খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

ডা. মো. কামরুজ্জামানের নেতৃত্বাধীন এই প্যানেলের স্লোগান ছিল “একতাই শক্তি, একতাই বল”। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্যরা, প্যানেলের প্রার্থীরা এবং খাতসংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিনিধিরা।

পরিচিতি সভায় প্যানেলের সকল প্রার্থী তাদের নিজের পরিচয় এবং নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন ডা. মো. কামরুজ্জামান (ব্যালট ১০৭), মো. মাহবুবুর রহমান (৩৪৬), ইয়াহিয়া সোহেল (০৭৭), এস. এম. জসিম উদ্দিন (১৬৫), ডা. তাফাজ্জল হোসেন (৪০২), জি এম রাবিউল আলম (৪৬৭), এ কে এম মাজহারুল ইসলাম সোহেল (৪৮৭), মো. কামরুজ্জামান বুলবুল (৫২৬), ডা. মো. তাজুল ইসলাম (২৯৫) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী ডা. এইচ এম নাজমুল হক (৫৩৭)।

সভায় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সমমনা প্যানেলের বিস্তারিত নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়, যেখানে প্রাণিসম্পদ ও পশুস্বাস্থ্য খাতের উন্নয়নে ২৫ দফা প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।

প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • সদস্যপদ ও লাইসেন্স নবায়নের সময়সীমা ৩-৫ বছরে উন্নীতকরণ ও ফি কমানো,
  • এনওসি ও পণ্য রেজিস্ট্রেশনে দীর্ঘসূত্রিতা দূর করা,
  • নতুন এইচএস কোড সংযোজন ও বিদ্যমান কোডের সংশোধন,
  • খুচরা মূল্যের যৌক্তিক নির্ধারণ,
  • ‘ভেটেরিনারি ঔষধ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়ন,
  • আমদানি জটিলতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ,
  • ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ কমিটি গঠন,
  • সদস্যদের জন্য ওয়েলফেয়ার ও দুর্যোগ তহবিল গঠন,
  • এসোসিয়েশনের অফিস আধুনিকীকরণ ও ক্যাফেটেরিয়া, আবাসন সুবিধা চালু।

সভায় জানানো হয়, নির্বাচন কমিশনের অধীনে আগামী ৩১ মে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সমমনা প্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ এবং প্যানেলকে সমর্থনের আহ্বান জানানো হয়। এই সভা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সম্মিলিত প্রয়াস ও অংশগ্রহণমূলক নেতৃত্বের প্রতিফলন ঘটায়, এমনটাই আশা করছেন অংশগ্রহণকারীরা।