গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (GAU) কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের (Faculty of Agricultural Economics and Rural Development – AERD) ডিন হিসেবে আজ ১৫ জুন ২০২৫ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গ্রামীণ উন্নয়ন বিশেষজ্ঞ ড. মোঃ মনজুরুল ইসলাম।
দায়িত্ব গ্রহণের পর অনুভূতি জানিয়ে তিনি ফিড নিউজ বিডি ডট কম-কে বলেন, “আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি অত্যন্ত গর্বিত ও সৌভাগ্যবান যে, আমি AERD অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরেছি। এটি আমার পেশাগত জীবনের একটি নতুন অধ্যায়ই নয়, বরং এক নতুন অঙ্গীকার—একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, গবেষণার প্রসার এবং আমাদের শিক্ষার্থী, সহকর্মী ও পল্লী জনগণের প্রতি নিষ্ঠার সঙ্গে সেবা করার।” তিনি আরও বলেন, “আমার সহকর্মী, পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের নিরন্তর ভালোবাসা ও সহযোগিতার জন্য। আমি আগামীতেও আপনাদের সঙ্গে একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছি—যাতে আমরা কৃষি ও পল্লী উন্নয়নের জন্য একটি আরও টেকসই ও কার্যকর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।” ড. ইসলাম GAU-তে গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রতিষ্ঠাকালীন অধ্যাপক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ২০১৮ সাল থেকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়াবলি ও আউটরিচ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও প্রশাসনে তাঁর নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা ও নিষ্ঠা তাঁকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি ২০১৮ সালে জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা থেকে পিএইচ.ডি. অর্জন করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU), ময়মনসিংহ থেকে ২০০৪ সালে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক (অনার্স) ও ২০০৭ সালে গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ অর্জন করেন। ড. ইসলাম তাঁর পেশাগত যাত্রা শুরু করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (SAU) কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগে ২০০৮ সালে প্রভাষক হিসেবে। ২০১০ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান এবং পরে বিভাগীয় চেয়ারম্যান ও সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। সামাজিক ও পেশাগত পরিমণ্ডলেও তিনি সক্রিয়। তিনি রোভার স্কাউটস, লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস সোসাইটি (LAPS), এবং SAU-র শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সদস্য ছিলেন। এছাড়াও তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB), বাংলাদেশ অর্থনীতি সমিতি (BEA), বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতি (BAEA), বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি (BAAS), জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB), এবং অস্ট্রেলিয়ান এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস সোসাইটি (AARES)-এর আজীবন সদস্য। ড. মোঃ মনজুরুল ইসলাম-এর এই দায়িত্ব গ্রহণ দেশের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন চর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। |
ড. মোঃ মনজুরুল ইসলাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের AERD অনুষদের নতুন ডিন
