দি ভেট এক্সিকিউটিভ-এর ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ২০ মার্চ ২০২৫: রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ইমানুয়েল’স পার্টি সেন্টারে আজ বিকাল ৩টায় দি ভেট এক্সিকিউটিভ আয়োজিত ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াপসা-বিবি-এর প্রেসিডেন্ট মোঃ মসিউর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি ভেট এক্সিকিউটিভ-এর প্রেসিডেন্ট ডা. মোঃ রেজাউল করিম মিয়া, এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন।
এ আয়োজনে দেশের খামার ব্যবস্থাপনা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভেটেরিনারি পেশার অগ্রগতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, খামারি ও উদ্যোক্তারা অংশ নেন।