নতুন ডিম পাড়া মুরগির ক্ষেত্রে অনেক সময় ডিমের খোলের ওপর বা ভিতরে সামান্য রক্তের দাগ দেখা যায়। বিষয়টি অনেক খামারি বা পোল্ট্রি মালিককে উদ্বিগ্ন করে তুললেও অধিকাংশ ক্ষেত্রে এটি স্বাভাবিক ও সাময়িক সমস্যা। ডিম পাড়ার প্রাথমিক পর্যায়ে মুরগির প্রজনন নালী পুরোপুরি অভ্যস্ত না হওয়ায় বা পুষ্টির কিছু ঘাটতির কারণে এমনটি হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে সংক্রমণ, আঘাত বা স্ট্রেসও এর জন্য দায়ী হতে পারে। সমস্যার সঠিক কারণ জানা থাকলে সহজেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
নতুন ডিম পাড়া মুরগির ডিমে রক্ত আসার কারণ
সমাধান ও করণীয়
সব মিলিয়ে বলা যায়, নতুন ডিম পাড়া মুরগির ডিমে রক্ত দেখা সাধারণত ভয় পাওয়ার মতো নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে এটি মুরগির প্রজনন নালীর স্বাভাবিক অভিযোজন প্রক্রিয়ার অংশ। সঠিক পুষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ এবং পর্যাপ্ত যত্নের মাধ্যমে এই সমস্যা দ্রুত কমে আসে। তবে রক্তের পরিমাণ বেশি হলে বা মুরগির স্বাভাবিক আচরণে পরিবর্তন দেখা দিলে দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সচেতন খামারি হলে সামান্য যত্নেই সুস্থ ও মানসম্মত ডিম উৎপাদন সম্ভব। |
