পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর কোলের মৎস্য অভয়াশ্রমে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২ লাখ ৬০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট শনিবার এ কর্মসূচির আয়োজন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশন।
পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার পাল এবং উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. ওমর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, স্কয়ার এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত, ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান (ক্রপ কেয়ার ডিভিশন), ডা. মো. সফিউল্লাহ (সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ, এগ্রোভেট ডিভিশন), তারিফ মাহমুদ বারি (সিনিয়র এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট, এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশন) এবং মেহেদী হাসান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, এগ্রোভেট ডিভিশন)। এ কর্মসূচিতে বাইম, শিং, মাগুর, টেংরা ও গুলসা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জেলেদের জীবিকা উন্নয়নে সহায়ক হবে। |
