প্রফেসর আজাদের মন্তব্যে দি ভেট এক্সিকিউটিভ এর তীব্র নিন্দা ও শাস্তির দাবী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের সদ্য প্রকাশিত বক্তব্যকে কেন্দ্র করে প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা নিয়ে দেশের ভেটেরিনারি পেশাজীবী ও শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

“দি ভেট এক্সিকিউটিভ” এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রফেসর আজাদের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাঁর মন্তব্য গোটা শিক্ষক সমাজকে অপমানিত করেছে এবং এটি একটি মুখোশধারী মানসিকতার পরিচায়ক।

সংগঠনের পক্ষ থেকে দাবী করা হয়েছে, ১৯৬১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রি একক কোর্স ও ডিগ্রি থাকলেও, কিছু স্বার্থান্বেষী মহল কৃত্রিমভাবে দুটি পৃথক ফ্যাকাল্টি ও ডিগ্রি চালু করে রাষ্ট্রীয় পর্যায়ে জটিলতা সৃষ্টি করেছে।

এ বিষয়ে অতীতে এনাম কমিশন ও এরশাদুল বারী কমিশন একক ডিগ্রির সুপারিশ করেছিল। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও “পেশা এক, কোর্স এক, ডিগ্রি এক” নীতির সঙ্গে একমত।

সাম্প্রতিক সময়ে ছাত্রছাত্রীদের যৌক্তিক আন্দোলন এবং উপাচার্য মহোদয়ের একাত্মতা প্রকাশের পরিপ্রেক্ষিতে, প্রফেসর আজাদের বিতর্কিত বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে “দি ভেট এক্সিকিউটিভ” তাঁর চাকুরিচ্যুতি ও বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

(পাঠকদের জন্য মূল প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো)