প্রাণিজ আমিষ খাতের উন্নয়নে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য

প্রাণিজ আমিষ খাতের অগ্রগতিতে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এই খাতের সাংবাদিকরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সিগমা বাংলাদেশ প্রতি বছর বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায়, ২২ মার্চ ২০২৫ তারিখে রাজধানীর ধানমন্ডির AMBROSIA INFINITY LOUNGE Restaurant এ এক অনানুষ্ঠানিক আলোচনা সভা, ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিগমা বাংলাদেশ-এর প্রধান নির্বাহী মো. আনোয়ার হোসেনসহ প্রাণিজ আমিষ সেক্টরের সাংবাদিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে প্রাণিজ আমিষ খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিনিয়োগ, প্রযুক্তির ব্যবহার এবং বাজার সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিজ্ঞ ব্যক্তিরা তাদের মতামত বিনিময় করেন।

এছাড়া, সিগমা বাংলাদেশ বিশ্বের স্বনামধন্য কোম্পানিগুলোর ফিড এডিটিভস দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রাণিজ আমিষ সেক্টরে সুনামের সঙ্গে বাজারজাত করে আসছে।

ইফতার অনুষ্ঠানে কেমিন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডা. মোর্শেদ, কেমিন একোয়াসায়েন্স বাংলাদেশের সেলস্ ম্যানেজার ডা. রাজেশ শিকদার এবং এভান্স এশিয়া লি:-এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ ফয়েজুর রহমান, সিগমা বাংলাদেশ-এর ডিজিএম মোঃ রিয়াজুল ইসলামসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশের প্রাণিসম্পদ খাতের কল্যাণে দোয়া করেন। 

এই আয়োজনটি প্রাণিজ আমিষ খাতের উন্নয়ন এবং গণমাধ্যমের অবদানকে মূল্যায়ন করার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।