ফটিকছড়িতে পোলট্রি খামারে ৫০০ মুরগির রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় একটি পোলট্রি খামারে হঠাৎ করে মারা গেছে ৫ শতাধিক সোনালি জাতের মুরগি। ৩ জুলাই বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খামারের মালিক আব্দুর রহিম মনা জানান, “রাত ১১টার দিকে আমি মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ি ফিরে যাই। এগুলো ইতোমধ্যে নাজিরহাট বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং সকালে তিনি মুরগি নিতে আসার কথা ছিল। কিন্তু সকালে উঠে দেখি, খামারের প্রায় সব মুরগি মরে পড়ে আছে।”

তিনি বলেন, “দীর্ঘ ১২ বছর ধরে পোলট্রি খামার পরিচালনা করছি। কখনও এমন ভয়াবহ ঘটনা ঘটেনি। এতে করে আমার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের সহায়তা চাই এবং যথাযথ ক্ষতিপূরণ দাবি করছি।”

স্থানীয়রা ধারণা করছেন, খাবারে বিষক্রিয়া অথবা কোনো ভাইরাস সংক্রমণের কারণেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

এলাকাবাসী বলছেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের জরুরি তদন্ত প্রয়োজন। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ করা যায়।

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হবে শিগগিরই।