গাবতলী উপজেলার কদমতলীতে মেসার্স এমএস পোল্ট্রি ফিড হাউসে আজ শনিবার কেয়ার ফিডের আয়োজনে “মৎস্য চাষ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় এলাকার অসংখ্য খামারি অংশগ্রহণ করেন এবং সফল মাছ চাষের নানা কৌশল নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা মাছের সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও বাজারজাতকরণ কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের কর্মশালা তাদের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণে সহায়ক ভূমিকা রাখে। তারা আরও বলেন, “কেয়ার ফিড আমাদের ষোল আনা ভরসা; এটি মাছ চাষকে আরও লাভজনক ও টেকসই করে তুলছে।”
কর্মশালার আয়োজকরা জানান, ভবিষ্যতেও খামারিদের উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হবে।