বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় বৃক্ষরোপণ, বিশ্ববিদ্যালয়ের লেক ও ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি আবাসিক হলসমূহেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সব মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘গৌরবের ৬৪ বছর: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “বাকৃবির শিক্ষার্থীরা বিশ্বমানের পাঠ্যসূচি ও আধুনিক ল্যাবরেটরির মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করছে। এখানকার ডিগ্রির ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বব্যাপী।” তিনি আরও বলেন, “দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে কৃষক ও বাকৃবি গ্র্যাজুয়েটদের অবদান অনস্বীকার্য। কৃষিবিজ্ঞানীরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাইসহ স্থানীয় প্রশাসন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।