দেশের মাছের পোনা চাহিদার ৭০ শতাংশই পূরণ করে যশোর জেলা। বিশেষ করে বর্ষা মৌসুমে চাঁচড়া বাবলাতলা বাজার পরিণত হয় দেশের অন্যতম বৃহৎ পোনা মোকামে। প্রতিদিন এখানে ৫০ থেকে ৬০টি ট্রাকে করে মাছের রেণু ও পোনা বিক্রি হয়, যার আর্থিক মূল্য প্রায় দেড় থেকে দুই কোটি টাকা।
বর্তমানে এই বাজারে সক্রিয় রয়েছেন প্রায় ৫০০ থেকে ৬০০ ব্যবসায়ী। তাদের মাধ্যমে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ মাছের পোনা বিক্রি হচ্ছে। বৃষ্টিপাত বাড়ার ফলে এ মৌসুমে বেচাকেনা আগের তুলনায় বেড়েছে কয়েকগুণ। এই হাট কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছেন প্রায় দুই হাজার মানুষ। চাঁচড়া বাবলাতলা বাজারে রুই, মৃগেল, কাতলা, শিং, টেংরা, পাবদা, গোলসা সহ প্রায় সব ধরনের মাছের রেণু ও পোনা পাওয়া যায়। এসব মাছ ট্রাক, পিকআপ, বাসের ছাদ এমনকি ট্রেনেও দেশের বিভিন্ন জেলা—ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, ভোলা, ফরিদপুর ও খুলনায় পাঠানো হয়। সোমবার ৭ জুলাই বাজারে পোনার পাশাপাশি বড় মাছের দাম ছিল নিম্নরূপ:
ব্যবসায়ীরা জানিয়েছেন, চলমান মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে বেচাকেনা আরও বাড়বে। যশোরের এই পোনা বাজার দেশের মৎস্য খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। |
বর্ষায় জমজমাট যশোরের পোনা বাজার, প্রতিদিন লেনদেন দুই কোটি
