ঢাকা, ২৬ মে: বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্যিক সুযোগকে কাজে লাগাতে হবে।” তিনি আলজেরিয়াকে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানান। উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ। পাট ও বাংলাদেশ আজ সমার্থক হয়ে উঠেছে।” তিনি আলজেরিয়াকে বাংলাদেশ থেকে পাটজাত ও ঐতিহ্যবাহী পণ্য আমদানির আহ্বান জানান। আলজেরিয়ার রাষ্ট্রদূত সাইদানি দুই দেশের মধ্যে ‘আন্তসরকার যৌথ অর্থনৈতিক কমিশন’ (Intergovernmental Joint Economic Commission) গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আলজেরিয়ায় পাটজাত পণ্যের চাহিদা রয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানিতে আগ্রহী।” পাশাপাশি তিনি বাংলাদেশকে আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য এক্সপোতে অংশগ্রহণের এবং পাট ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনের আহ্বান জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন এবং অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। |
