বাকৃবিতে অনলাইনে চাকরির আবেদন শুরু, নিয়োগে বাড়বে স্বচ্ছতা

বাকৃবি প্রতিনিধি: ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল পদে চাকরির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে এই অনলাইন আবেদন প্রক্রিয়ার (Integrated E-Form system) আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “এই উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।” তিনি এই উদ্যোগ বাস্তবায়নের জন্য আইসিটি সেলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. তৌফিকুল ইসলাম, অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের কর্মকর্তারা।

উল্লেখ্য, এই নতুন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থীরা ঘরে বসেই আবেদন করতে পারবেন, যা আগের দীর্ঘ ও জটিল প্রক্রিয়াকে সহজ করবে।