বাকৃবিতে ‘অর্থনীতি, বাজেট ও উচ্চ শিক্ষা’ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে “বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি, জাতীয় বাজেট ভাবনা এবং উচ্চ শিক্ষা ও গবেষণা” শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বাংলোতে আয়োজিত এই সভায় দেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় বাজেট এবং উচ্চ শিক্ষা ও গবেষণার অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ সংক্রান্ত কমিটির বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন) এবং এমিরেটাস প্রফেসর ড. আনিসউজ্জামান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল ধারা, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ও সম্ভাবনা এবং শিক্ষাখাতে অধিক বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সভার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার এবং বিভিন্ন ইনস্টিটিউট ও দফতরের পরিচালকবৃন্দ।

সভায় বক্তারা বাজেট প্রণয়নে উচ্চ শিক্ষা ও গবেষণাকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণামূলক কর্মকাণ্ডে সরকারের সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন।

উল্লেখযোগ্য এই মত বিনিময় সভা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক নেতৃত্বকে আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।