বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)-এর তত্ত্বাবধানে পরিচালিত ফুড সেফটি ম্যানেজমেন্ট (বি.এস.সি) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান আজ ২৫ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১:৩০টায় আইআইএফএস-এর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির এবং অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইএফএস পরিচালক প্রফেসর ড. মো: মাহবুবুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী প্রফেসর অনরুদ্ধ সরকার। স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইএফএস-এর সহযোগী পরিচালক ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের মনোযোগ, দায়িত্ববোধ ও শৃঙ্খলা বজায় রেখে কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে হবে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের পাঠদান ইংরেজিতে হলেও শিক্ষার্থী ও শিক্ষকদের কথোপকথনে ইংরেজির ব্যবহার সীমিত, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এজন্য ইংরেজি যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা জরুরি।” অনুষ্ঠানে জানানো হয়, ১২ ক্রেডিটের এ ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় প্রথম দুটি ব্যাচ থেকে মোট ৫১ জন শিক্ষার্থী সফলভাবে অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্যভাবে, শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থা ‘বিএসটিআই’-তে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন, যা দেশের জন্য একটি নতুন দৃষ্টান্ত। অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। |
বাকৃবিতে আইআইএফএস-এর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত
