বাকৃবিতে পূবালী ব্যাংকের পাঁচ দিনব্যাপী ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত পাঁচ দিনব্যাপী এক বিশেষ ব্যাংকিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রোববার সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, প্রফেসর ড. মাসুম আহমাদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।

পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক এস. এম. ফিরোজ কামাল (ডিভিশন হেড, কার্ড বিজনেস ডিভিশন), মো: রবিউল আলম (উপ-মহাব্যবস্থাপক, ডিভিশন হেড অলটারনেটিভ চ্যানেল) এবং মোহাম্মদ মনিরুল ইসলাম (উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, ময়মনসিংহ অঞ্চল)। এছাড়াও বাকৃবি শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

১৩-১৭ জুলাই চলমান এই ক্যাম্পেইনে ‘পাই ব্যাংকিং’-এর প্রসার, ডেবিট ও ক্রেডিট কার্ডে নতুন সুবিধা, তৎক্ষণিক কার্ড ইস্যু, নতুন অ্যাকাউন্ট খোলা, উচ্চ শিক্ষার্থে শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন স্কিমের আওতায় আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।