বাকৃবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি: ২৭ জুলাই ২০২৫ রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আয়োজিত “বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্সের ৩২তম ব্যাচ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় এই কোর্সটি পরিচালিত হচ্ছে।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিটিআই শ্রেণিকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। সভাপতিত্ব করেন জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক আইরিন আক্তার।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া। এ সময় আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান নবীন শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই প্রশিক্ষণ শুধু পেশাগত দক্ষতা বৃদ্ধিরই নয়, বরং এটি একটি দায়িত্বশীল শিক্ষক হিসেবে গড়ে ওঠার প্রাথমিক ভিত্তি।” তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে জাতীয় চেতনার উৎস হিসেবে উল্লেখ করে প্রশিক্ষণ মডিউলে এই ঐতিহাসিক অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

উল্লেখ্য, ২৭ জুলাই থেকে শুরু হওয়া এই ৩৩ দিনব্যাপী প্রশিক্ষণ চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এতে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা শিক্ষকতার নৈতিকতা, গবেষণা দক্ষতা, পাঠদানের পদ্ধতি, প্রযুক্তি ব্যবহারের কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন, যা তাঁদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।