বাকৃবিতে “Adaptation and Implementation of BNQF” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ, ২৩ জুন ২০২৫: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর তত্ত্বাবধানে “Adaptation and Implementation of BNQF” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সোমবার সকাল ১০টায় আইকিউএসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়, যেখানে পশু পালন অনুষদের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি তার বক্তব্যে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান এবং বলেন, এই কর্মশালা শিক্ষকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। একই সঙ্গে তিনি পশু পালন অনুষদের শিক্ষকদের আন্তর্জাতিক র‍্যাংকিং উন্নয়নের লক্ষ্যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান আরও উন্নত করা সম্ভব।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমীন। কর্মশালার সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন ও কর্মশালার মূল আলোচক প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আবুল হাশেম এবং প্রফেসর ড. মো: সামসুল আলম ভূঞা।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণ BNQF (Bangladesh National Qualifications Framework) এর ধারণা, এর বাস্তবায়ন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এর অভিযোজন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেন।