বাকৃবিতে BAS-USDA এর ৬ষ্ঠ পর্যায়ের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ একাডেমি অব সায়েন্স(BAS) এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার(USDA) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম(বাউরেস) এর তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণা সহায়তা কর্মসূচীর ৬ষ্ঠ পর্যায়ের প্রারম্ভিক কর্মশালার উদ্বোধনী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ আগস্ট ২০২৫, সকাল ১০.০০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্স এর ফেলো ও সেক্রেটারি প্রফেসর ড. হাসিনা খান এবং বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম।বাংলাদেশ একাডেমি অব সায়েন্স এর ফেলো মেজর জেনারেল(অব:) প্রফেসর ড. এএসএম মতিউর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর ফাতেমা-তুজ জোহরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড.জাভেদুর রহমান ভূঁঞা, সহযোগী পরিচালক(বাউরেস)।এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেছেন। প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতে স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে ২০২৪ সনের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় প্রতিবন্ধক রাজনৈতিক বাঁকগুলো সহজিকরণের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য জীবনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যারা আহত হয়েছেন অথবা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি BAS-USDA এর ৬ষ্ঠ পর্যায়ের এই কর্মশালায় উপস্থিত সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই কর্মশালায় সংশ্লিষ্ট গবেষক, নীতিনির্ধারক বা অংশীদারদের একত্রিকরনের মাধ্যমে কাজের পরিকল্পনা, দায়িত্ব বন্টন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে এমন আশাবাদ প্রকাশ করে তিনি বলেন , বাকৃবির যে সমস্ত শিক্ষক- গবেষক এখানে সম্পৃক্ত রয়েছেন তাদের বিজ্ঞানের প্রতি নেশা বিজ্ঞান অনুসন্ধিৎসু মন সমাজ তথা দেশের কল্যাণে ব্যয় হবে এমনটাই প্রত্যাশিত। বাকৃবির গবেষকবৃন্দ ভবিষ্যতে যেন আরো BAS-USDA সংশ্লিষ্ট প্রকল্প পেতে পারে সেজন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, কৃষি ও বিজ্ঞান খাতের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।