বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ব্যাচ ১৯৯১-৯২ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রফেসর ড. মোছাঃ নূর মহল আখতার বানু (ডরিন) কমিটির সভাপতি এবং শেখ মোঃ শফি শাওন সাধারন সম্পাদক হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নবী ভূঞা (শ্যামল), সহ-সভাপতি ড. মোঃ শফিকুল ইসলাম (শফিক) ও আসাদুজ্জামান (লাভলু), যুগ্ম সম্পাদক ড. মোঃ শফিকুর রহমান শশী ও রুবিনা বেগম (মুক্তি), সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুন্নবী (মামুন) এবং সানি আমির (সানি) সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাহফুজুর রহমান (মাসুদ), মোঃ শহীদুর রহমান শাহীন, ডা. মোঃ ওয়ালিউর রহমান, মিতুল কুমার সাহা ও চঞ্চল কুমার মিস্ত্রী এবং মোঃ হাসানুজ্জামান (হাসান) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে দপ্তর সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আশরাফুল হক (শিশির), সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ মামুনুর রশিদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. মাকছুদুর রশীদ আছেন। কমিটির নির্বাহী সদস্য হিসেবে মোট ২২ জন সদস্য আছেন, নির্বাহী সদস্যরা হলেন যথাক্রমেঃ ১। সাকী মাহমুদ ইসমাইল; ২। মোঃ শফিকুল ইসলাম শেখ (শফিক); ৩। মোঃ কবির হোসেন; ৪। প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির; ৫। ড: মোঃ ওবায়দুর রহমান; ৬। মোঃ হোমায়েতুল ইসলাম মাসুদ; ৭। মো: বোরহান উদ্দিন; ৮। প্রফেসর ডঃ মোঃ হাসানুজ্জামান তালুকদার; ৯। ড. মোঃ ফারুক আহম্মেদ; ১০। আব্দুর রউফ মন্ডল; ১১। মোঃ মুজিবুর রহমান (মুজিব); ১২। ড. জান্নাতুল ফেরদৌস নিম্মি; ১৩। শেখ মোঃ মাসউদ; ১৪। ডা. মোঃ আতিয়ার রহমান; ১৫। ড. এ কে এম মাহবুব রশিদ গোলাপ; ১৬। জি এম ফারুক পাটোয়ারী; ১৭। মোঃ মুক্তার আলী (মুক্তা); ১৮। মাসুদ আরা মমি; ১৯। প্রফেসর ড. গোপাল দাস; ২০। ড. রেজ্জাকুল ইসলাম রাজু; ২১। প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ও ২২। মোঃ সিরাজুল ইসলাম। এই কমিটি আগামী সময়ে ব্যাচের সকল সামাজিক, সাংস্কৃতিক এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যাচ ১৯৯১-৯২ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নতুন সকল সদস্যদের প্রতি নানা স্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। |
বাকৃবি-এর ১৯৯১-৯২ ব্যাচের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত
