বিএফইএ-এর মৌলভীবাজার-হবিগঞ্জ আঞ্চলিক কমিটি গঠিত

বাংলাদেশে প্রাইভেট সেক্টরের একমাত্র সংগঠন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ)-এর মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

২০ আগস্ট (বুধবার) বিএফইএ’র আহ্বায়ক কামরুজ্জামান শাহ স্বপন ও সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান দিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট এ নতুন আঞ্চলিক কমিটির ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিএফইএ’র সদস্য সচিব মোঃ রাশেদুজ্জামান দিপু বলেন, “এই কমিটির সকল সদস্য পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের মৎস্য খাতের দীর্ঘমেয়াদী কার্যকর ও টেকসই উন্নয়নে কাজ করে যাবে।”