বিদেশে গরুর মাংস রফতানি করাও সরকারের ভবিষ্যৎ লক্ষ্য বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, চর ও ডিপচর এলাকায় গবাদি পশুর স্বাস্থ্য উন্নয়নে গুটি রোগ (এলএসডি) নির্মূলে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা দেশে মাংস উৎপাদন বাড়িয়ে রফতানির পথ সুগম করবে।
শনিবার ২৮ জুন দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে গুটি রোগের টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, গরুর গুটি রোগ প্রতিরোধে চারটি জেলায় ৩০ লাখ ডোজ টিকা বিতরণ করা হবে। এর মধ্যে শুধু মানিকগঞ্জ জেলাতেই বরাদ্দ রয়েছে ৬ লাখ ডোজ। তিনি বলেন, “এর আগেও চারটি ডোজ প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, খামারিদের দুশ্চিন্তার কারণ নেই।” অনুষ্ঠানে উপস্থিত খামারিরা জানান, বর্তমানে এলএসডি রোগ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। তারা দ্রুত ও পর্যাপ্ত টিকা সরবরাহ, দুধের ন্যায্য দাম নিশ্চিতকরণ এবং প্রণোদনার দাবি জানান। খামারি আলিম বলেন, “গুটি রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমরা চাই আরও বেশি টিকা দেয়া হোক।” রফিক নামের আরেক খামারি বলেন, “টিকার পাশাপাশি দুধের দাম বাড়াতে হবে এবং খামারিদের জন্য প্রণোদনাও প্রয়োজন।” রাসেল মিয়া বলেন, “শুধু মাংস নয়, দুধ উৎপাদন ও খামারিদের অন্যান্য সুবিধাও নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ আবু সুফিয়ান, মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। |
বিদেশে গরুর মাংস রফতানি সরকারের ভবিষ্যৎ লক্ষ্য: উপদেষ্টা ফরিদা আখতার
