বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফিটার নির্বাহী পরিষদের ১৫ সদস্য নির্বাচিত

ঢাকা, ২৭ মে ২০২৫: বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা)-এর ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ দুই মেয়াদের জন্য নির্বাহী পরিষদের ১৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুপস্থিতিতে তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাফিটার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং সদস্য মিরাজুল ইসলাম ও শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক ঘোষণাপত্রে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, চলতি বছরের ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার পর মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তীতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে বৈধ ১৫ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচিত ১৫ জন সদস্য হচ্ছেন:

  • সুধীর চৌধুরী – মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ
  • এ এম আমিরুল ইসলাম ভূইয়া – ইসলাম এন্টারপ্রাইজ
  • জয়ন্ত কুমার দেব – নেচার কেয়ার
  • মোঃ ফারুক – মেসার্স ফয়সাল ট্রেডিং কোম্পানি
  • মোঃ গিয়াস উদ্দিন খান স্বপন – এইচ এন্ড কে ফিড প্রোডাক্টস
  • মোঃ আনোয়ারুল হক – মেসার্স পি অ্যান্ড পি ট্রেডিং
  • মোঃ জহিরুল ইসলাম – মদিনা ট্রেডিং কর্পোরেশন
  • মোঃ খোরশেদ আলম – তাজ রেডি ফিডস
  • আলতাব হোসেন বিশ্বাস – মেসার্স বিটিসি ট্রেডিং
  • মোহাম্মাদ শাহ আকরাম – মেসার্স আকরাম এন্ড ব্রাদার্স
  • মোহাম্মদ মনসুর মিয়া – মেসার্স বোগদাদ পেলেট ফিড
  • ডা. রাশেদুল জাকির – আর আর এগ্রো ট্রেডার্স
  • শাহ মুহাম্মদ সগীর – মেসার্স তারেক এন্টারপ্রাইজ
  • মোঃ এনামুল হক মোল্লা – এনাম ট্রেডার্স
  • আব্দুল্লাহ আল আজিম – ওয়াইজম্যান গাইডেন্স লিমিটেড

এ নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা, ১৯৯৪ সালের বাণিজ্যিক সমিতি আইন এবং বাফিটার গঠনতন্ত্র অনুযায়ী সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন ছাড়াই বৈধ প্রার্থীদের বিনা ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

বাফিটার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নির্বাহী পরিষদ সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের কৃষি ও ফিড শিল্পের অগ্রগতিতে আরও গতিশীল কার্যক্রম পরিচালনা করবে।

[ ঘোষণাপত্রটি দেখতে ক্লিক করুন https://tinyurl.com/4ww3p2bc ]