আজ ১ আগস্ট, বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুরুল ইসলামের জন্মদিন। ১৯২৮ সালের এই দিনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। আজ তার ৯৭তম জন্মবার্ষিকী।
আলহাজ্ব জহুরুল ইসলাম ছিলেন একজন দুরদর্শী উদ্যোক্তা, যিনি ব্যক্তিগত উদ্যোগে দেশের বেকারত্ব, দারিদ্র্য ও পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে নানামুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। ১৯৯৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, যা দেশের কৃষি ও পোলট্রি শিল্পে বিপ্লব এনেছে। মানসম্পন্ন ওষুধ উৎপাদনের লক্ষ্যে তিনি স্থাপন করেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পোলট্রি খাতের বিকাশে তার অবদান আজও স্মরণীয়। দূরদর্শী এ মানুষটি ১৯৯৫ সালের ১৯ অক্টোবর ৬৭ বছর বয়সে সিঙ্গাপুরে ইন্তেকাল করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ভাগলপুরে প্রতি বছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ তার জন্মদিনে আমরা ফিড নিউজ বিডি ডট কম ( www.feednewsbd.com ) পরিবারের পক্ষ থেকে পরম করুনাময় আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে এটাই আমাদের অঙ্গীকার। |
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলামের জন্মদিন আজ
